টেনিস জগতে সেরিনা উইলিয়ামস (Serena Williams) একটি পরিচিত নাম। তাঁর ঝুলিতে রয়েছে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম। এই মরসুম শেষেই তিনি টেনিসকে বিদায় জানাবেন। টেনিস জীবনের সায়াহ্নে এসে ভিজলেন তাই। চোখের জলে ভাসলেন তিনি। কানাডিয়ান ওপেনে টেনিস বিশ্ব এই দৃশ্যই দেখল।

সেরিনা (Serena Williams) স্ট্রেট সেটে হেরে যান সুইস টেনিস খেলোয়াড় বেলিন্দা বেনসিচের কাছে। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী বেনসিচ ৬-২, ৬-৪ গেমে জেতেন। ৪০ বছরের সেরিনার বিরুদ্ধে এই ম্যাচে শুরু থেকেই বেশ কয়েক ধাপ এগিয়ে ছিলেন ২৫ বছরের বেনসিচ। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সেরিনা। বেনসিচ যে ভাবে নাস্তানাবুদ করছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিনকে, তাতে নিজেই অবাক হয়ে যান সেরিনা।

আরও পড়ুন: East Bengal FC: ইস্টবেঙ্গল খেলবে ডুরান্ডের প্রস্তুতি ম্যাচ

সেরিনা (Serena Williams) ইউএস ওপেনে খেলার পরেই টেনিসকে বিদায় জানাবেন। তার আগে সিনসিনাটি মাস্টার্সে খেলবেন তিনি। আগামী সপ্তাহেই হবে সেই প্রতিযোগিতা।