এশিয়া কাপের আগে ফের বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket)। আঙুলে চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন দলের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বাংলাদেশের দলের অবস্থা এতটাই শোচনীয়, দল ঘোষণার জন্য বাংলাদেশকে দেওয়া হল বাড়তি সময়।
ব্যাটার ইয়াসির আলি চৌধুরী ও জোরে বোলার মহম্মদ সইফুদ্দিন চোটের কারণে আগেই জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে পারেননি। তাঁদের এশিয়া কাপে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তার মধ্যেই আরও এক ক্রিকেটার ছিটকে গেলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাঁ হাতের আঙুলে চোট পান নুরুল। সেই সিরিজে আর খেলতে পারেননি তিনি। সিরিজের মধ্যেই নুরুলের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয় অভিজ্ঞ মাহমুদুল্লাকে। (Bangadesh Cricket)
আরও পড়ুন: Manoj Prabhakar: নেপাল ক্রিকেট দলের নতুন কোচ হলেন মনোজ প্রভাকর
সুত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সিঙ্গাপুরের হাসপাতালে নুরুলের বাঁ হাতের আঙুলের সিটি স্ক্যান করা হয়েছে। চোট গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন, চোট সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। তাই এশিয়া কাপে নুরুলকে পাওয়া যাবে না।’