কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) এখন ভারতের দাপট। সেই দাপটকে আরও শক্তিশালী করে ভারতকে ১৭তম সোনা দিলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগে (৪৮-৫০ কেজি) সোনা জিতলেন তিনি। ফাইনালে হারালেন নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে।
গত বিশ্বচ্যাম্পিয়নশিপে ইস্তানবুলে আয়োজিত মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছিলেন নিখাত। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) তাঁর সোনা জয় সেই অর্থে প্রত্যাশিতই ছিল। হতাশ করেননি নিখাত। প্রথম রাউন্ড থেকেই দাপটের সঙ্গে খেলে উড়িয়ে দিয়েছেন একের পর এক প্রতিপক্ষকে। ফাইনালেও ব্যতিক্রম হল না। নর্দান আয়ারল্যান্ডের প্রতিযোগীকে একের পর এক শক্তিশালী ঘুসিতে ঘায়েল করে দেন। ফাইনালের পাঁচ বিচারকই রায় দিয়েছেন ভারতীয় মহিলা বক্সারের পক্ষে।
আরও পড়ুন: Rohit Sharma: এক ইনিংসেই একাধিক নজির গড়লেন রোহিত
রবিবার কমনওলেথে (Commonwealth Games 2022) নিখাতের হাত ধরে এল বক্সিংয়ে ভারতে তৃতীয় সোনা। বার্মিংহাম গেমস থেকে নিখাত ১৭তম সোনা দিলেন দেশকে।