কথায় আছে না মাছ ভাতে বাঙালি!কোনো অনুষ্ঠান বাড়ি হোক কিংবা পুজো পার্বণ মাছ না থাকলে ঠিক জমে না। বেশি করে যখন বাঙালি মাছ অন্তর প্রিয়। রোজকাল সেই মাছের ঝোল বা ঝাল না বানিয়ে মাছের একটু অন্যরকম রেসিপি বানিয়ে দেখুন ।এটা বানানো খুবই সহজ ও সময় ও খুব কম লাগে। আর সবথেকে বড় কথা বানাতে খুব বেশি উপকরণ ও লাগে না। জেনে নিন কিভাবে খুব সহজ উপায়ে মাছের শিক কাবাব বানাবেন।

 

কাটা ছাড়া মাছ হলে ভালো,কিন্তু যেকোনো মাছই কাটা ছাড়িয়ে দিতে পারেন। ক্যাপসিকাম ২ টো বড় পিস করে কাটা। ক্যাপসিকাম দুটো আলাদা রঙের হলে দেখতে সুন্দর হবে।পেঁয়াজ ২ টো বড় পিস করে কাটা।চাট মশলা,রসুন বাটা,ধনে পাতা,গোল মরিচ গুড়ো, লবণ ও মধু পরিমাণমত

 

 

মাছের শিক কাবাব বানানোর জন্যসব মশলা একসাথে মিশিয়ে মাছের সাথে মাখাতে হবে। সরু লোহার শিক অথবা বাশের সরু কাঠিতে(কাঠি ৮ ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবেন) সব একে একে গেথে সাজাতে হবে।

 

প্রি হিটেড ওভেনে ২২ মিনিট গ্রিল করতে হবে। কয়লার আগুনে করলে খেয়াল রাখুন যেন সব ভালো করে ঝলসায়। মাঝে মাঝে উল্টে দিয়ে তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে স্যালাড এর সাথে।

 

Image source-google