কল্যাণী এইমসে (AIIMS) ‘বেআইনি’ নিয়োগ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন এক মামলাকারী।বৃহস্পতিবার হাই কোর্টে এই মামলা দায়ের করেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। আগামী সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।

যাঁদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তাঁরা হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে।এই মামলায় বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা আরও বিপাকে পড়লেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আদালতে ওই মামলাকারী অভিযোগ করেন,কল্যাণী এইমসে মৈত্রী দানা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন। তাঁর মাসিক বেতন ৩০ হাজার টাকা। এমনকি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী কোনওরকম নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়ে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ করেছেন মামলাকারী। তাঁর চাকরি পাবার পিছনে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের হাত থাকতে পারে বলেও দাবি ওই মামলাকারীর। শুধু মৈত্রী দানা একা নন।অভিযোগ,কল্যাণী এইমসে কোনও নিয়ম না মেনে চাকরি পেয়েছেন রাজ্যের কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠও।সব মিলিয়ে শেষ পর্যন্ত কি হয়,সে দিকে চোখ সবার।

 

আরো পড়ুন:Bratya Basu:শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জোরালো এবার বর্তমান শিক্ষামন্ত্রীর!