যে সময় রাজভবনের ভেতরে শপথ নিচ্ছেন মমতার মন্ত্রীসভার নতুন মুখেরা। ঠিক সেই সময়ে রাজভবনের বাইরে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।একের পর এক বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন তিনি।ঠিক কি ঘটেছিল?
সূত্রের খবর,মমতা মন্ত্রিসভায় নতুন আট মন্ত্রী বুধবার বিকেলে রাজভবনে শপথ নেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ছাড়াও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, যাননি তিনি।
শপথ অনুষ্ঠানের সময় বিধানসভায় ছিলেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গেই দেখা যায় বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে। রাজভবনের বাইরে দাঁড়িয়ে তাঁর শপথ অনুষ্ঠানে না যাওয়ার কারণ ব্যাখ্যা করেন নন্দীগ্রামের বিধায়ক।
বিজেপি (BJP) বিধায়কের কথায়, ‘ক্যাবিনেটে এমন দু’জন মন্ত্রী আছেন, যাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে দুই বিধায়ক পার্থ ভৌমিক এবং উদয়ন গুহর নাম রয়েছে। যাঁরা বিধানসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার অভিযোগে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করেছিলেন।’ এরপরই শুভেন্দুর কটাক্ষ, ‘ওই অনুষ্ঠানে গিয়ে তো এসব বলা যেত না। হাসিমুখে থাকতে হত। নমস্কার করতে হত। তাতে উত্তর ২৪ পরগনা এবং কোচবিহার এলাকার সনাতনী হিন্দুদের অপমান করা হত।’ নতুন মন্ত্রীদের দেড় লাখি মন্ত্রী বলেও কটাক্ষ করেন এদিন শুভেন্দু।
জানা যায়,নতুন আট মন্ত্রীর মধ্যে আজ শপথ নিয়েছেন, উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী এবং সত্যজিত্ বর্মন। তাঁরা রাজ্যপাল লা গণেশনের কাছে তিন দফায় শপথ নিলেন তাঁরা। এঁদের মধ্যে বীরবাহা ও বিপ্লব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং তাজমুল ও সত্যজিত্ প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন।
আরো পড়ুন:Suvendu Adhikari:শাহ-নাড্ডার সঙ্গে বৈঠক করতে দিল্লি উড়ে গেলেন, বিরোধী দলনেতা!