ত্বকজনিত বিভিন্ন সমস্যার মধ্যে মেছতা একটি। মেছতা দীর্ঘস্থায়ী হলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। এটি ত্বকের প্রাকৃতিক রঙের ওপর প্রভাব ফেলে এবং ত্বকের সৌন্দর্য নষ্ট করে।

মূলত ত্বকের কোশে অতিরিক্ত মেলানিন উৎপাদন হওয়ার কারণে মেছতা হয়ে থাকে। আবার, অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শে থাকা, থাইরয়েডের সমস্যা, হরমোনের সমস্যা— ইত্যাদি কারণেও মেছতা হতে পারে।

মাত্র দুটি উপায় কাজে লাগিয়ে ত্বক থেকে জেদি এই দাগকে দূর করা যায়। চলুন জেনে নেওয়া যাক কী সেই উপায়-

মেচেতা হলে এক টুকরাে দারুচিনি, একটি ছােট এলাচ ও আমচ গুলঞ্চ জল দিয়ে খাওয়ান।

মুখে মেচেতা হলে সুষনী শাক, এক চামচ চন্দন, দুই চামচ দেবদারুর ছাল ” জলে ফুটিয়ে হেঁকে সেই জল গরম অবস্থায় মুখে লাগানাে।

দুই চামচ মধু এবং এক চামচ অর্জুন ছাল মিশিয়ে লাগালে বিশেষ উপকার হবে। মুখের ত্বক উজ্জ্বল করতে ।

একাজে গােলাপের পাপড়ির জুড়ি নেই। প্রতিদিন গােলাপের পাপড়ি দুধের সর দিয়ে বেটে নিয়মিত মুখে মাখতে হবে।

প্রতিদিন সকালে মুখে দই লাগিয়ে কিছুক্ষণ মালিশ করে ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেললে মুখের উজ্জ্বলতা বাড়বে।

আধ চামচ করে অর্জুন, বকুল, বচ, গরম জল দিয়ে মেখে মধু দিয়ে খাওয়া উচিত।

বাসক পাতা, অশােক ও শঙ্খ গুড়াে আধ চামচ করে মুখে মাখা উচিত।

পদ্ম পাপড়ি দশ-পনেরােটি ও দুটি কদমপাতা বেটে লাগানাে উচিত।

 

Image source : Google