পিছিয়ে গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিযোগিতা শুরু হবে নির্ধারিত সময়ের থেকে ২ ঘণ্টা পরে। অর্থাৎ, সোমবার রাত ৮টার পরিবর্তে রাত ১০টায় শুরু হবে খেলা। সন্ধ্যা ৬টা নাগাদ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ কথা জানাল।
সুত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু ঘটনার জন্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হতে দেরি হবে। ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে ক্রিকেটারদের মালপত্র আসতে দেরি হয়েছে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।’ (Ind vs WI)
আরও পড়ুন: অKL Rahul: জিম্বাবোয়ে সফরের দলে কেন রাহুল নেই নিজেই তার ব্যাখ্যা দিলেন
যদিও কোন দলের ক্রিকেটারদের মালপত্র আসতে দেরি হয়েছে সে কথা জানায়নি সে দেশের ক্রিকেট বোর্ড। দু’দলের (Ind vs WI) মধ্যে প্রথম খেলায় জিতেছে ভারত। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ রানে হারিয়েছেন রোহিত শর্মারা। সিরিজের আরও চার ম্যাচ বাকি। প্রথম ম্যাচে হারলেও সিরিজে ফেরা নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরান। অন্য দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচকে প্রস্তুতি হিসাবে দেখছে ভারত।