আইপিএলের এই মরসুমে নিজের যোগ্যতা দেখিয়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ভারতীয় দলের হয়েও নজর কাড়ছেন তরুণ এই জোরে বোলার। ভারতীয় দলের সতীর্থরাও তাঁর পরিণত বোলিংয়ে খুশি।
অর্শদীপ (Arshdeep Singh) ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে ১৮ রানে ২ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেট নিয়েছেন ২৪ রান দিয়ে। আন্তর্জাতিক মঞ্চে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করছেন। হাতে রয়েছে বেশ ভালো ইয়র্কার। অর্শদীপের পরিণত বোলিংয়ের প্রশংসা করেছেন ভুবনেশ্বর কুমারও।
আরও পড়ুন: Ind vs WI: কি কারণে পিছিয়ে গেল ভারত-ওয়েষ্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ!
সুত্রের খবর, ভুবি অর্শদীপ (Arshdeep Singh) সম্পর্কে বলেছেন, ‘‘শেষের দিকের ওভারগুলোয় বেশ ভাল বল করছে অর্শদীপ। ও জানে ঠিক কী করতে হবে। এটাই ওর সবথেকে বড় গুণ। কোন ব্যাটারকে কেমন বল করতে হবে, কেমন ফিল্ডিং সাজাতে হবে— সব ব্যাপারেই স্বচ্ছ ধারণা রয়েছে। কিছু দিন খেলার পর এই ধারণাগুলো তৈরি হয় সাধারণত। অর্শদীপের বোলিংয়ে শুরুতেই সেই পরিণতি দেখা যাচ্ছে।’’