একজন রমনির সবচেয়ে পছন্দের জিনিস হলো তার চুল। চুল এমনি একটা জিনিস যা সারা জীবন থাকে না। তাইতো চুলের এত খাতির। আর সেই চুল(Hair) যদি সিল্কি হয় তাহলেত কথাই নেই। সিল্কি Hair কার না পছন্দ। অনেক মেয়েরই স্বপ্ন থাকে ঘন কালো সিল্কি চুলের। চাইলে আপনি ঘরে বসেই অতি অল্প সময়ে পেতে পারেন সেই আরাধ্য সিল্কি চুল
চুল সিল্কি(Silky hair )এবং চুলের শুষ্ক টা রোধ করতে অতিরিক্ত শুষ্ক ও পাতলা চুলের জন্য, এই প্যাক ব্যবহার করতে পারেন। প্যাক তৈরি করতে এ্যালোভেরা জেল ও গোলাপ জল (Rose water )মিশিয়ে নিন। মাথার ত্বকসহ সারা চুলে মেখে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চুল চকচকে এবং সিল্কি (Silky hair )করতে মেথির তেলের সাথে ডিমের কুসুমে একটা মিক্স তৈরি করুন এবং প্যাকটি পুরো মাথায় চুলে লাগান। সপ্তাহে দুবার করুন।আধঘণ্টা রাখুন।তারপর শ্যাম্পু করে ফেলুন।এটা শুধু চুল চকচকে করবে না,চুল পড়াও কমাবে ও ড্রাই স্ক্যাল্পের সমস্যার সমাধান করবে
মধু দিয়ে আপনি হেয়ার প্যাক বানাতে পারবেন।সপ্তাহে অন্তত একদিন আপনাকে প্রোটিন হেয়ার প্যাক ব্যবহার করতে হবে। একটি কাঁচা ডিমের সঙ্গে তিন চামচ টক দই, এক চামচ মধু, এক চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে দু ঘন্টার জন্য চুলে লাগিয়ে রেখে দিন। কাঁচা ডিমের মধ্যে থাকা প্রোটিন যা চুলকে স্বাস্থ্যকর ও সিল্কি(Silky hair ) করে তোলে, টকদই যা চুলে পুষ্টিযোগান দেয়। মধুর মধ্যে রয়েছে আন্টি অক্সিডেন্ট যা চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং অ্যালোভেরায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা চুলের রুক্ষতা দূর করে।
শ্যাম্পু করার পর কন্ডিশনার(conditioner) দরকার পড়বে। চুল সিল্কি করতে শ্যাম্পু করার পর চুলে ভাতের ফ্যান দিয়ে মাথাটা ভালো করে ঘষে নিন। কয়েক মিনিট এ অবস্থায় রেখে দিয়ে, পানিে ভালো করে চুল ধুয়ে নিন। কিছুদিনের মধ্যেই চুল হয়ে উঠবে মসৃণ, ঝলমলে। যাদের চুলের আগা ফেটে যাচ্ছে, তারাও উপকৃত হবেন।
Image source-google