জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজের দলে লোকেশ রাহুলের (KL Rahul) নাম না দেখে বিভিন্ন প্রশ্ন উঠছে ভারতীয় সমর্থকদের মনে। আইপিএলের পর থেকে ভারতের হয়ে একটিও ম্যাচ খেলেননি রাহুল। কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচে সিরিজে ছিলেন না। জার্মানি গিয়ে অস্ত্রোপচার করিয়ে আসেন। এর পর আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কোনও সিরিজেই খেলেননি। জিম্বাবোয়েতেও তিনি নেই। তাহলে দলে কবে ফিরবেন তিনি?

এই সংশয় রাহুল (KL Rahul) দূর করেছেন নিজেই, নেটমাধ্যমে এক পোস্ট করে। সুত্রের খবর, রাহুল লিখেছেন, ‘আমার শরীর এবং ফিটনেস নিয়ে দু’-একটা জিনিসের ব্যাখ্যা দিতে চাই। জুনে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে ফেরার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। সম্পূর্ণ ফিট হওয়ার আগে কোভিডে আক্রান্ত হই।’

আরও পড়ুন: Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সোনা জয় ভারতের

পাশাপাশি রাহুল (KL Rahul) আরও লিখেছেন, ‘এর ফলে সুস্থ হওয়ার প্রক্রিয়া দু’সপ্তাহ পিছিয়ে যায়। এখন যত দ্রুত সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করছি। জাতীয় দলের হয়ে খেলতে পারা যে কোনও ক্রিকেটারের কাছেই গর্বের ব্যাপার। নীল জার্সি পরে নামার জন্য তর সইছে না।’