মাঙ্কি পক্স(Monkey Pox) ভারতে থাবা বসানোর পর একের পর এক আক্রান্তের খবর মিলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর এবার ভারতের প্রথম মৃত্যু হল এক মাঙ্কি পক্স আক্রান্তের। এটি সম্ভবত ভারতে মাঙ্কি পক্সে প্রথম মৃত্যু। আক্রান্তের সোয়াবের নমুনা শনিবার আলাপুঝার আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জানা যাচ্ছে মাঙ্কি পক্সে(Monkey Pox) আক্রান্ত এই প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছে কেরলে। বিদেশ ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। মৃত ব্যক্তি আদৌ মাঙ্কি পক্সে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত করার জন্য কেরল সরকার পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি রিপোর্টের অপেক্ষা করছে।

এই বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন, ‘ত্রিশুরের মৃত ২২ বছর বয়সি যুবক ভারতে ফেরার একদিন আগে সংযুক্ত আরব আমিরশাহীতে মাঙ্কিপক্সের জন্য পজিটিভ চিহ্নিত হয়েছিলেন।’

সম্ভবত ভারতে এটিই মাঙ্কি পক্সে(Monkey Pox) প্রথম মৃত্যু এবং আফ্রিকার বাইরে চতুর্থ মৃত্যু। জানা যাচ্ছে মৃত ব্যক্তি অসুস্থতার জন্য ত্রিশূরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই শনিবার তার মৃত্যু হয়। সূত্রের খবর গত ২১ জুলাই ওই যুবক ভারতে এসেছিলেন এবং তার পরিবারের সঙ্গে থাকছিলেন। ২৭ জুলাই তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন বিদেশে মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার খবর জানা সত্বেও কেন ওই যুবক দেরি করে চিকিৎসা করালেন সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।