কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) শনিবার সব ক’টি পদকই এল ভারোত্তোলনে। বিন্দিয়ারানি দেবী রুপো পেলেন ৫৫ কিলো বিভাগে। গড়লেন গেমস রেকর্ডও। ভারোত্তোলনের ছেলে এবং মেয়েদের বিভাগ মিলিয়ে মোট চারটি পদক পেল ভারত। মীরাবাই চানু সোনা জেতেন। বিন্দিয়ারানি ছাড়াও রুপো পেয়েছেন সঙ্কেত সরগর। গুরুরাজা পূজারি ব্রোঞ্জ পেয়েছেন।

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) প্রথম চেষ্টায় স্ন্যাচিংয়ে ৮১ কিলো তোলেন বিন্দিয়ারানি। পরের বার তোলেন ৮৪ কিলো। তৃতীয় চেষ্টায় তোলেন ৮৬ কিলো। সেই বিভাগের শেষে তিনি ছিলেন তৃতীয় স্থানে। ভারোত্তোলনে দ্বিতীয় বিভাগ হল ক্লিন এবং জার্ক। সেই বিভাগেই ১১৬ কিলো তুলে গেমস রেকর্ড গড়েন বিন্দিয়ারানি।

আরও পড়ুন: Murabai Chanu: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়লেন মীরাবাই চানু, জিতলেন সোনা

প্রথম চেষ্টায় ক্লিন এবং জার্ক বিভাগে ১১০ কিলো তুলেছিলেন বিন্দিয়ারানি। দ্বিতীয় বার ১১৪ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হন। শেষ বার তিনি যখন ভারোত্তোলন করতে আসছেন সেই সময় তিনি ছিলেন তৃতীয় স্থানে। শেষ প্রতিযোগী ছিলেন তিনি। রুপো জয়ের চেষ্টায় ১১৬ কিলো তোলার সিদ্ধান্ত নেন বিন্দিয়ারানি। তিনি সাহস দেখালেন ১১৬ কিলো তোলার। তুললেন। আর রুপো জিতে নিলেন তিনি।