স্কুল সার্ভিসের আন্দোলনরত (SSC) চাকরি প্রার্থীদের কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুক্রবার তাঁদের সঙ্গে দেখাও করলেন অভিষেক ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এদিন ওই বৈঠক হয়। তার পর বেরিয়ে এসে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি সাহিদুল্লা বলেন, ‘স্যার অত্যন্ত মানবিক। উনি সবাইকে চাকরির আশ্বাস দিয়েছেন।’

সাহিদুল্লা আরও জানান, আপাতত মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে।

৮ আগস্ট আগামী বৈঠক হবে শিক্ষা দফতরে। সেখানে থাকবেন শিক্ষামন্ত্রী ও স্কুল সার্ভিস কমিশনের (SSC) সচিব।

অভিষেকের সঙ্গে বৈঠক নিয়ে আন্দোলনকারীদের মধ্যে বিভাজন ছিল। এদিন একাংশের ৮ জন প্রতিনিধি দেখা করতে যান অভিষেকের সঙ্গে।

ওই বৈঠক চলাকালীন আবার টেট প্রার্থীরা চাকরির দাবিতে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।

বৈঠক শেষে বাইরে বেরিয়ে সাহিদুল্লা দাবি করেন যে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে কেউ বঞ্চিত হবেন না।

তৃণমূলের ডাকে এই বৈঠকে যোগ দেয়নি আন্দোলনকারীদের একটা বড় অংশ। তাঁরা দিনভর অন্যদিনের মতো ধর্না মঞ্চেই ছিলেন। এদিন তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গোপন বৈঠক মানছি না।’

বৈঠক নিয়ে তাঁদের বক্তব্য, এর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই একই আশ্বাস দিয়েছিলেন। কিন্ত কিছুই হয়নি।

আন্দোলনকারী সুদীপ মন্ডল বলেছেন, ‘আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করি না। আন্দোলন যেমন চলছিল, চলবে।’

আবার এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এ ব্যাপারে আমরা উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করব।

কারণ, আদালত যখন তদন্তের নির্দেশ দিয়েছে ও নিষ্পত্তির চেষ্টা করছে, তখন গোপন বৈঠক করে আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। আদালতই এর বিহিত করুক।