বলিরেখা দূর করতে গোলাপ দিয়ে টোনার বাড়াতে পারেন ।আপনি নিজেই বাড়িতেই তৈরি করতে পারেন। গোলাপ ফুলের পাপড়ি জলে ভিজিয়ে রেখে তৈরি করা হয় গোলাপ জল।এটি প্রাকৃতিক টোনার (rose water)হিসেবে কাজ করে, যা চেহারার বলিরেখা দূর করে ত্বককেg টানটান করে।গোলাপফুলের রস ত্বককে সতেজ রাখে এবং ত্বকের রুক্ষতা দূর করবে।

 

 

মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে করতে গোলাপ অনেক কার্যকরী।আপনি নিজেই বাড়িতেই তৈরি করতে পারেন। গোলাপ ফুলের পাপড়ি জলে ভিজিয়ে রেখে তৈরি করা হয় গোলাপ জল।এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে, যা চেহারার বলিরেখা দূর করে ত্বককেg টানটান করে।

গোলাপফুলের রস ত্বককে সতেজ রাখে এবং ত্বকের রুক্ষতা দূর করবে।

 

 

আপনার যদি ডার্ক সার্কেল ( Dark circle)থাকে তাহলে অল্প পরিমাণ চন্দনের গুরার সাথে গোলাপ জল মিশিয়ে চোখের চারপাশে লাগান। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যে চোখের চারপাশের কজাল দাগ দূর হোয়ে যাবে।

 

 

ব্রণের সমস্যায় ভুগচেন?ব্রন দূর করতে ২ চা চামচ শশার রসের সঙ্গে গোলাপ জল (rose water)এবং মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরী করুন।এটি মুখে ভালো মতো লাগিয়ে ১৫ মিনিট রাখুন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ব্রণ কমে যাবে।r

Image source-google