লাগাতার ক্রিকেট সফর চলছে ভারতের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেই আয়ারল্যান্ডে যাওয়া। তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল লম্বা সূচি। তা শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমে পড়া। এমন অবস্থায় ক্রিকেটারদের মানসিক ভাবে চাঙ্গা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মতে সেই কাজটা সহজ হবে প্যাডি আপটন আসায়।
মানসিক স্বাস্থ্যের কোচ আপটন ভারতীয় দলের সঙ্গে আগেও কাজ করেছেন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন তিনি। বিরাট কোহলী, রোহিত শর্মাদের ব্যাটে বড় রান নেই বেশ কয়েক বছর। তাঁদের রানে ফেরাতে আপটন বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করছেন দ্রাবিড় (Rahul Dravid)।
আরও পড়ুন: Shikhar Dhawan: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ধবনদের সাজঘরের ভিডিও ভাইরাল
সুত্রের খবর, দ্রাবিড় (Rahul Dravid) বলেন, “প্রচুর ক্রিকেট খেলতে হচ্ছে। এতে মানসিক চাপ পড়া স্বাভাবিক। সেখানে আপটন দলে থাকায় উপকার হবে।” যোগ করেন, “ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিল আপটন। বিভিন্ন দেশে খেলার জন্য ক্রিকেটারদের উপর মানসিক চাপ পড়ে। আপটন থাকায় সেটাই দূর করা সহজ হবে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আপটন পরিচিত। আইপিএলেও ছিল ও। বিশ্বকাপের দল তৈরি করার জন্য আপটনকে কাজে লাগবে।”