এদিন অর্থাৎ সোমবার কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ প্রদানের অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানের মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামি ডিসেম্বর মাসে কলকাতায় আন্তর্জাতিক সংগীত সম্মেলন(International Music Festival) করার চিন্তা-ভাবনা করা হচ্ছে সরকারের তরফে।

আন্তর্জাতিক সংগীত সম্মেলন(International Music Festival) এর বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবিভূষণ শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা যেমন দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছি, তেমনই এবার কিন্তু একটি আন্তর্জাতিক সঙ্গীত সম্মেলন করা হবে রেডরোডে। দুর্গাপুজোর সময় যেমন কর্নিভ্যাল হয়, সেইমতোই এই সম্মেলন হবে।’

নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা সংগীত সম্মেলন (International Music Festival) দুদিন ধরে রাতভর চলবে। এই আন্তর্জাতিক সংগীত সম্মেলনের বিষয় তিনি আরো বলেন, ‘শুধু বাংলার শিল্পী নয়, এই সম্মেলনে আন্তর্জাতিক কয়েকজনকেও ডাকা হবে। সেখানে বাংলার শিল্পীরা থাকবে, ভারতের শিল্পীরাও থাকবেন। আমরা এখন থেকেই এই সম্মেলন নিয়ে কাজ শুরু করে দিয়েছি।’

উল্লেখ্য, সোমবার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপক অধিকারী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, ড: মনোময় বন্দোপাধ্যায় প্রমূখ ব্যক্তিদের সম্মানে ভূষিত করা হয়।