রবিবার আইএসসি(ISC) -র ফলাফল প্রকাশিত হলো। সেই ফলাফলের নিরিখে শীর্ষে রয়েছেন বাংলার ৬ জন মেধাবী পড়ুয়া। তাদের মধ্যে তিনজন পড়ুয়া কলকাতার। এবারের মোট পরীক্ষার্থী ছিলেন ৯৬ হাজার ৯৪০ জন। এবারের আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৩৮ শতাংশ যা গত বছর ছিল ৯৯.৭৬ শতাংশ। জানা যাচ্ছে পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

আইএসসি(ISC)-র ফলাফল অনুযায়ী এবারে গোটা দেশের মধ্যে একসঙ্গে ১৮ জন পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছেন। প্রথম স্থানাধিকারীরা শতাংশের বিচারে ৯৯.৭৫ শতাংশ নম্বর অর্থাৎ ৩৯৯ পেয়েছেন। প্রথম ১৮ জনের মধ্যে বাংলার ৬ জন পড়ুয়া জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে রাজ্য থেকে মোট ১৯ জন ৩৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বলে জানা যাচ্ছে। ৩৯৭ নম্বর পেয়ে বাংলার ১৬ জন পরীক্ষার্থী তৃতীয় স্থান অধিকার করেছেন। গোটা দেশে যত পড়ুয়া আইএসসি(ISC) পরীক্ষায় বসেছিলেন তাদের মধ্যে কেবল বাংলা থেকেই পরীক্ষায় বসে ছিলেন ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী।

বাংলার যে ছয় জন প্রথম স্থান অধিকার করেছেন তারা হলেন কলকাতার দ্য ফ্রাঙ্ক এন্টনি পাবলিক স্কুলের মহম্মদ আর্শ মুস্তফা, উত্তর ২৪ পরগনার দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুলের অভিষেক বিশ্বাস, সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিতি মজুমদার, আলিপুরদুয়ার বীরপাড়া সানসাইন স্কুলের নিখিল কুমার প্রসাদ, কলকাতার জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুলের অপূর্বা কাশিশ এবং পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের পৃথ্বীজা মন্ডল।