ফের ইতিহাস গড়লেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া (Neeraj Chopra)। দীর্ঘ ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জয় ভারতের। জ্যাভলিনে রুপো জিতলেন নীরজ। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে রুপো পেলেন তিনি। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে ফের ভারত পদক জিতল।
বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে শুরুটা খুব একটা ভালো হয়নি নীরজের (Neeraj Chopra)। প্রথমটি ফাউল থ্রো করেন। গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। নীরজের কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয় সুযোগে নীরজ ছোড়েন ৮২.৩৯ মিটার। তৃতীয় সুযোগে দূরত্ব বাড়ান টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী। নীরজ ছোড়েন ৮৬.৩৭ মিটার। কিন্তু পদক জয় থেকে তখনও দূরেই ছিলেন তিনি।
আরও পড়ুন: Shreyas Iyer: এক দিনের ম্যাচে কীর্তি ভারতীয় ক্রিকেটার শ্রেয়সের
মোট তিনটি করে থ্রো করার পর ১২ জন ফাইনালিস্টের মধ্যে প্রথম আট জনকে বেছে নেওয়া হয়। তাঁরা ফের তিন বার জ্যাভলিন ছোড়ার সুযোগ পান। নীরজ (Neeraj Chopra) নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। সেই থ্রোয়েই পদক জয়ের আশা বাড়িয়ে দেন তিনি। পিটারসের পরেই নাম উঠে আসে তাঁর। নীরজের পঞ্চম থ্রোটি বাতিল হয়। যদিও তাতে পদক জয়ের ক্ষেত্রে কোনপ্রকার ক্ষতি হয়নি।