ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran) সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে নিছক জিততে নয়, বাঁচার লড়াইয়ে নামছেন তাঁরা। আর প্রথম ম্যাচে সেই লড়াই দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তার পরেও জিততে পারেননি তাঁরা। মাত্র তিন রানে হেরেছেন। কিন্তু হেরেও জয়ের স্বাদ পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিয়ানক।
সুত্রের খবর, পুরান (Nicholas Pooran) এ বিষয়ে বলেছেন, ‘‘মনে হচ্ছে আমরাই জিতেছি।’’ ভারত প্রথমে ব্যাট করে ৩০৮ রান করার পরে মনে হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাবেন ধবনরা। কিন্তু তেমন হয়নি। দলের ব্যাটাররা যে ভাবে রান তাড়া করেছেন তাতে খুশি পুরান। তিনি বলেছেন, ‘‘এই হারে হতাশার কিছু নেই। আমরা ৫০ ওভার ব্যাট করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আশা করছি এখান থেকে আগামী ম্যাচগুলোতে আরও ভালো ক্রিকেট খেলব।’’
আরও পড়ুন: Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ
পাশাপাশি পুরাণ (Nicholas Pooran) আরও বলেছেন, ‘‘সিরিজের বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি। ব্যাটিং সহায়ক উইকেটে ভারতকে ৩০৮ রানে আটকে রাখা সহজ নয়। বোলাররা নিজেদের উপর বিশ্বাস রেখেছে। এই বিশ্বাসটা আমাদের আগামী দিনেও ধরে রাখতে হবে। নিজেদেরকেই চ্যালেঞ্জ করতে হবে। ইতিবাচক থাকতে হবে।’’