জোনাথন ট্রট (Jonathan Trott) আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হলেন। তিনি আয়ারল্যান্ড সফরে রশিদ খানদের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্পের জায়গায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে নিযুক্ত করল।
আফগানিস্তানের জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন থর্প গত মার্চ মাসেই। দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কাজ চালাতে সমস্যা হচ্ছিল। তাই নতুন কোচের খোঁজে ছিলেন এসিবি কর্তারা। শেষ পর্যন্ত ইংল্যান্ডেরই প্রাক্তন ব্যাটার ট্রটকে (Jonathan Trott) দায়িত্ব দিলেন তাঁরা। আগামী মাসে আয়ারল্যান্ড সফরের সময় আফগানিস্তান দলের সঙ্গে তিনি যোগ দেবেন।
আরও পড়ুন: Shreyas Iyer: এক দিনের ম্যাচে কীর্তি ভারতীয় ক্রিকেটার শ্রেয়সের
আফগানিস্তানের দায়িত্ব পেয়ে খুশি ইংল্যান্ডের প্রাক্তন মিডল অর্ডার ব্যাটার। সুত্রের খবর, ট্রট (Jonathan Trott) বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আবার ফেরার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত। আন্তর্জাতিক ক্রিকটের সব থেকে আকর্ষণীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। দল হিসাবে ওদের আরও এগিয়ে দেওয়াই লক্ষ্য থাকবে।’’