বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য প্রথম থ্রোয়েই নীরজের (Neeraj Chopra) জ্যাভলিন পৌঁছয় ৮৮.৩৯ মিটার দূরে। সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করতে প্রয়োজন ছিল ৮৩.৫০ মিটার। তাঁর কাজ শেষ মাত্র ১২ সেকেন্ডে। তবে তার পরেও ফাইনালে নিজেকে ফেভারিট মনে করছেন না নীরজ।

শুক্রবার ভোরবেলা ভারত তাকিয়েছিল নীরজের (Neeraj Chopra) দিকেই। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজই যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের অন্যতম আশা। ফাইনালে উঠলেন প্রথম ১২ জনের মধ্যে দ্বিতীয় হয়ে। প্রথম স্থানে গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। তিনি ছুড়লেন ৮৯.৯১ মিটার। গত বারের চ্যাম্পিয়ন পিটারস যে ফাইনালেও নীরজকে কঠিন পরীক্ষার সামনে ফেলবেন তা জানেন টোকিয়ো অলিম্পিক্সে সোনার পদকজয়ী।

আরও পড়ুন: Babar Azam: বাবরকে ‘ক্যাপ্টেন কুল’ বলে আখ্যা দিলেন মিয়াঁদাদ

সুত্রের খবর, সেই কারণেই ফাইনালে উঠে নীরজ (Neeraj Chopra) বলেন, “শুরুটা ভাল হয়েছে। ফাইনালে নিজের ১০০ শতাংশ দিতে হবে। দেখা যাক কী হয়। প্রতিটা দিন আলাদা। আমি নিজের সেরাটা দেব। ওই দিন কে সব থেকে বেশি দূরে ছুড়বে তা আগে থেকে বলা কঠিন।”