জাভেদ মিয়াঁদাদ নাম না করেই মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বাবর আজমের (babar Azam) তুলনা করলেন। গল টেস্টে ব্যাটার এবং অধিনায়ক বাবরের পারফরম্যান্স দেখে তাঁকে পাকিস্তানের ‘ক্যাপ্টেন কুল’ বলেছেন মিয়াঁদাদ।

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় এনেছে পাকিস্তান। প্রথম ইনিংসে চাপের মুখে টেলএন্ডারদের নিয়ে দুরন্ত শতরান করে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন বাবর (Babar Azam)। দ্বিতীয় ইনিংসেও খেলেন অর্ধশতরানের ইনিংস। গলে বাবরের পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। সুত্রের খবর, তিনি বলেছেন, ‘‘আমাদের দলের সকলে এক হয়ে লড়াই করেছে। এই জয়ের কৃতিত্ব অবশ্যই ক্রিকেটারদের। আমাদের এক নম্বর অধিনায়ক বাবরের কৃতিত্বও কম নয়। ও আমাদের ক্যাপ্টেন কুল। কখনও মেজাজ হারায় না। দলকে নেতৃত্বও দিচ্ছে দুর্দান্ত ভাবে। সব থেকে গুরুত্বপূর্ণ হল, নিজেও দারুণ খেলছে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।’’

আরও পড়ুন: Shikhar Dhawan: ক্যারিবিয়ান অভিযানে দলকে বিশেষ বার্তা নতুন অধিনায়ক শিখরের

মাঠে প্রবল চাপের মুখেও মেজাজ হারাতে দেখা যায় না বাবরকে (Babar Azam)। পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার এর আগে তাঁর এই গুণেরও প্রশংসা করেছেন। এ বার মিয়াঁদাদও নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে বললেন ‘ক্যাপ্টেন কুল’।