হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) পরামর্শ দিলেন শোয়েব আখতার। তাঁকে বিশেষ প্রতিভা বলে উল্লেখ করেছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। তবে সেই সঙ্গে ভারতীয় অলরাউন্ডারকে সতর্কও করেছেন আখতার। তাঁর পরামর্শ, মাঠের বাইরের জীবন বাদ দিয়ে হার্দিকের উচিত শুধু খেলার দিকে মন দেওয়া।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের হার্দিক (Hardik Pandya) হয়েছেন সেরা। ব্যাট-বল হাতে তাঁর পারফরম্যান্সের প্রশংসাও করেছেন শোয়েব। সুত্রের খবর, তিনি বলেছেন, ‘‘হার্দিক ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখছে। ফিটনেসের দিক থেকে এখন ও খুব ভাল জায়গায় আছে। তবে হার্দিককে বলব, মাঠের বাইরের জীবনে কী হচ্ছে সে দিকে না তাকিয়ে শুধু মাঠের ভিতরের জীবনের দিকেই নজর দিতে। এখন ওর শুধু খেলায় মন দেওয়া উচিত।’’
আরও পড়ুন: Navdeep Saini: পুজারার পরে সফল সাইনি, প্রথম ম্যাচেই নিলেন পাঁচ উইকেট
পাশাপাশি হার্দিককে (Hardik Pandya) নিয়ে শোয়েব আরও বলেন, ‘‘বাদ পড়ার পরে হার্দিক শারীরিক ও মানসিক ভাবে নিজেকে তৈরি করেছে। নিজের শক্তি, দুর্বলতা বুঝেছে। আরও বেশি পরিণত হয়েছে। আইপিএল ও তার পরে ভারতীয় দলের হয়ে ওর খেলা তার প্রমাণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব দিক দিয়ে অবদান রাখছে হার্দিক।’’