এই বছর নোভাক জেকোভিচের (Novak Djokovic) টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি। এ বার ইউএস ওপেনেও জোকোভিচের খেলার সম্ভাবনা কার্যত নেই। কারণ, আমেরিকা জানিয়ে দিল টিকা না নিলে সেই দেশে ঢুকতে পারবেন না কেউ।
২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ (Novak Djokovic) জানিয়েছিলেন, তিনি আমেরিকা থেকে ভালো খবরের আশা করছেন। কিন্তু তাঁর জন্য কোনও সুখবর পাওয়া গেল না। ইউএস ওপেন কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, আমেরিকার সরকারের সিদ্ধান্তই মেনে চলবেন তাঁরা। জোকোভিচ টিকা নিতে রাজি নন। সরকারের নিয়ম অনুযায়ী, টিকা না নিলে আমেরিকায় ঢুকতে পারবেন না তিনি। ফলত এই বছর ইউএস ওপেনে জোকোভিচকে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন: Ravi Shastri: বিশ্ব জুড়ে একাধিক টি-টোয়েন্টি লিগগুলিকে গুরুত্ব দিতে চান শাস্ত্রী
যদিও জোকোভিচের (Novak Djokovic) নাম ইউএস ওপেনের তালিকায় রয়েছে। কিন্তু টিকা না নিলে তাঁকে খেলতে দেখা যাবে না। সুত্রের খবর, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “গ্র্যান্ড স্ল্যামের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরুর ৪২ দিন আগে ক্রমতালিকার ভিত্তিতে সুযোগ পাবেন খেলোয়াড়রা। ইউএস ওপেন খেলোয়াড়দের টিকা নেওয়ার ক্ষেত্রে আলাদা কোনও নিয়ম রাখেনি। আমেরিকার সরকারের নিয়মই মেনে চলা হবে।”