ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তিনিই হলেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। পাশাপাশি দ্বিতীয় মহিলা, যিনি ভারতের রাষ্ট্রপতির পদের দায়িত্ব গ্রহণ করছেন।

দ্রৌপদী মুর্মু প্রথম রাউন্ডের গণনায় ৭৪৮টির মধ্যে ৫৪০ টি ভোট পেয়েছেন। এছাড়া যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ ভোট। প্রথম দফায় মোট ৭৪৮টি ভোট বৈধ পাওয়া গেছে, যার মূল্য ৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। এর মধ্যে ৫৪০ ভোট দ্রৌপদী মুর্মুকে, যার মূল্য ৩,৭৮,০০০। অন্যদিকে, যশবন্ত সিনহা ইতিমধ্যেই প্রথম রাউন্ডে বিশাল ব্যবধানে পিছিয়ে ছিলেন। তিনি পেয়েছেন মাত্র ২০৮ ভোট, যার মূল্য ধরা হয়েছিল ১,৪৫,৬০০।

দ্বিতীয় রাউন্ডের গণনায় প্রথম রাউন্ডে দ্রৌপদী মুর্মুর লিড আরও বেড়েছে। দ্বিতীয় রাউন্ডের গণনা পর্যন্ত, মোট ১৮৮৬টি বৈধ ভোট গণনা করা হয়েছিল, যার মধ্যে দ্রৌপদী মুর্মু ১৩৪৯ ভোট পেয়েছিলেন। এ ছাড়া যশবন্ত সিনহার ভোটের সংখ্যা ছিল ৫৩৭টি। গণনার দ্বিতীয় ধাপ পর্যন্ত, দ্রৌপদী মুর্মুর ভোটের মূল্য ছিল ৪,৮৩,২৯৯ যশবন্ত সিনহার ভোটের মূল্য ছিল ১,৮৯,৮৭৬। এইভাবে, প্রথম পর্যায় থেকেই, দ্রৌপদী মুর্ম বিশাল নেতৃত্ব বজায় রেখেছিলেন।

তৃতীয় রাউন্ড মিলিয়ে মোট ৩ হাজার ২১৯টি ভোটের মধ্যে ২ হাজার ১৬১টি ভোট পান দ্রৌপদী মুর্মু। আর যশবন্ত সিনহা পান মাত্র এক হাজার ৫৮টি ভোট। যেখানে এনডিএ প্রার্থীর প্রাপ্ত ভোট মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭, সেখানে বিরোধী শিবিরের প্রার্থী পেয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৬২ মূল্যের ভোট।

এইভাবেই তিন রাউন্ড মিলিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট ঝুলিতে পুরে পরবর্তী পাঁচ বছরের জন্য রাইসিনার অধীশ্বরী হয়েছেন দ্রৌপদী মুর্মু। কড়া চ্যালেঞ্জ তো দূরের কথা কোনও লড়াই দিতে পারেননি প্রতিদ্বন্দ্বী বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) ভোট।

 

আরো পড়ুন:Draupadi Murmu : রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু-কে কটাক্ষ ব্রাত্য বসুর