অস্বাভাবিক মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) সহ-উপাচার্য স্যমন্তক দাসের। জানা যাচ্ছে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। সূত্রের খবর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পরেই তাকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) সহ-উপাচার্য স্যমন্তক দাসের বাড়ি রিজেন্ট পার্ক রানিকুঠিতে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এদিন দুপুরেই তার বাড়িতে যান পরিচারিকা। কিন্তু স্যমন্তক বাবুর কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের অন্যদের তিনি খবর দেন। জানা যাচ্ছে পরিবারের লোকেরা এ পুলিশে খবর দেয় এবং পুলিশ গিয়ে দরজা ভেঙে স্যমন্তক বাবুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা যাচ্ছে মৃত স্যমন্তক দাস নিজেও যাদবপুরে ছাত্র ছিলেন। সেখানে তিনি ইংরেজি বিভাগে পড়াশোনা করেন। পরবর্তীকালে কর্মসূত্রে বেশ কয়েক বছর তিনি বিশ্বভারতীতে ছিলেন। ২০০৫ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) আসেন এবং তুলনামূলক সাহিত্য বিভাগে যোগ দেন। বিগত কয়েক বছর ধরে তিনি যাদবপুরের সহ-উপাচার্যের পদে ছিলেন।