২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস।এদিকে এদিনই আবার উলুবেড়িয়া চলো কর্মসূচি নিয়েছে বিজেপি।জানা যায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা করবেন সেখানে।হাওড়া গ্রামীণ পুলিশ সেই সভায় অনুমতি না দেওয়ায়,এরপরই এই সভার অনুমতি চেয়ে আদালতে মামলা করেন অরুণ উদয় পাল চৌধুরী। এদিন আদালতে তার শুনানি ছিল।

শুনানিপর্বে দিনটি নিয়েই প্রশ্ন তোলে আদালত। আদালতের বক্তব্য, ২১ তারিখকেই কেন বেছে নেওয়া হল?বিচারপতি জানতে চান, এই দিনের ‘মাহাত্ম্য’টা কী। মামলাকারীর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, বহুদিন ধরেই এই তারিখটি বেছে নিয়েছে বিজেপি। মূলত প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচারের জন্য এই কর্মসূচি রাখা হয়েছে। পাল্টা বিচারপতি মন্তব্য করেন, এই প্রচার তো যে কোনও দিনই করা যেতে পারে। তিনি বলেন, এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হত, তা হলে বিষয়টা আলাদা হত।

এরপরই সিঙ্গল বেঞ্চের বক্তব্য, এমনও নয়, এদিন প্রধানমন্ত্রীর বিশেষ কোনও কর্মসূচি রয়েছে। কেন তা হলে ২২ বা ২৩ জুলাই করা যাবে না? আদালতের এই প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় চেয়ে নেন মামলাকারীর আইনজীবী।জানা যায় এদিন ফের সাড়ে তিনটেয় মামলার শুনানি হবে।

 

আরো পড়ুন:Governor : অস্থায়ী রাজ্যপাল গণেশকে শুভেচ্ছা দিলীপ-শুভেন্দুর