রাজ্যে করোনার নমুনা পরীক্ষা বাড়তেই ফের বাড়ল দৈনিক সংক্রমণ সংখ্যা। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ (Covid Update) সংখ্যা দেড় হাজারের নিচে থাকলেও গত ২৪ ঘন্টায় রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা আবারও দুই হাজারের গণ্ডি পেরিয়েছে। জানা যাচ্ছে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০১৭ বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাজ্যের করোনা সংক্রমনের হারও।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত (Covid Update) হয়েছেন ২২৪৩ জন। অন্যদিকে পজিটিভিটি রেট কমেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১৫.৩৭%। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৭৪,২৯৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৮৫১ জন। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০,২৪,২৯৩ জন।

জানা যাচ্ছে বর্তমানে রাজ্যের সুস্থতার হার ৯৭.৫৮%। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর (Covid Update) সংখ্যা ২৮,৯৬৯ জন। বঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ জন। এই মুহূর্তে বাংলায় করোনার ফলে মৃত্যুর হার ১.০৩ শতাংশ।