সরকারি অফিস মানেই যখন তখন ছুটি (Office Holiday)
নিয়ে নেওয়া যায় এমন একটা ধারণা অনেক দিন ধরেই প্রচলিত রয়েছে আর সেই ধারণাকেই ভেঙে দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তিনি ঘোষণা করে দিলেন এবার থেকে আর না জানিয়ে সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন না।
সরকারি দফতরগুলিতে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে এবার থেকে দেরি করে এলেই লেট মার্ক করা হবে। ছুটি নিলে তাও জানাতে হবে আগে থেকে।
হুট করে ছুটি নিয়ে নেওয়া যাবে না।যদি জরুরি কারণ থাকে তাহলে তা ইমেল মারফত বা হোয়াটস অ্যাপ মারফত জানাতে হবে।না জানিয়ে ছুটি (Office Holiday) নিলে বা না জানিয়ে দেরি করে আসলে ছুটি বাতিল হয়ে যাবে।
কেন এরকম সিদ্ধান্ত? জানা গেছে যে বিভিন্ন দফতরের কর্মীরা যখন তখন ছুটি নিয়ে নেন বা না জানিয়েই দেরি করে আসেন ফলে একদিকে
যেমন কাজের গতি ধীর হয়ে যায় আবার অন্যদিকে কাজ পিছিয়েও যায়। অনেক ক্ষেত্রেই মানুষ কোন পরিষেবা নিতে এসে ফিরে গেছেন এমনও হয়েছে।
আর সাধারণ মানুষের কাজের জন্য কোন গাফিলতি করা একেবারেই পছন্দ করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও একটা কারণ সরকারি অফিস মানেই নিজের ইচ্ছেমত কাজ করা যাবে এই ভাবনাকেও বদলাতে চাইছে সরকার। তাই আগেকার নিয়ম সব বদলে দেওয়া হচ্ছে।
কিছু দিন আগেই শিক্ষকদের বলা হয়েছিল ২১ জুলাই আসতে গেলে ছুটি নিয়ে আসতে হবে।
খাতায় সই করে বেরিয়ে আসা যাবে না।আর তার কয়েক দিন পরই আরও এক নয়া নির্দেশ। মমতা যে আরও শক্ত হাতে রাশ ধরছেন তা স্পষ্ট।