রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) আদিবাসী জনজাতির প্রতিনিধি।

শুরু হয়েছে রাষ্ট্রপতির নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদ ভবন ও রাজ্য বিধানসভায় চলবে ভোটগ্রহণ।

২১ সে জুলাই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। আগামী ২৫ সে জুলাই শপথ গ্রহণ করবেন পরবর্তী রাষ্ট্রপতি।

বিধানসভায় দেখা যাচ্ছে ভোটদানের লম্বা লাইন তৃণমূল ও বিজেপি বিধায়কদের।

বিজেপি বিধায়কেরা হলুদ উত্তরীয় পরিধান করেছেন। যা আদিবাসী সংস্কৃতির প্রতীক।

তাই তাঁর সমর্থনে আদিবাসী সংস্কৃতির প্রতীক হলুদ রঙের উত্তরীয় পরিধান করেছেন বিজেপির বিধায়কেরা।

বিজেপি বিধায়কদের লম্বা লাইনে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, হিরণ চট্টোপাধ্যায়, মিহির গোস্বামী সহ অন্যান্য বিধায়কেরা।

তৃণমূলেরও লম্বা লাইন দেখা যাচ্ছে বিধানসভায়। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা রয়েছেন সেখানে।

মন্ত্রী ইন্দ্রনীল সেন, শশী প্লাজা, ব্রাত্য বসু, বিধায়ক সোহম চক্রবর্তী সহ অনেকে রয়েছেন লম্বা লাইনে। বিধায়ক সোহম চক্রবর্তী জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচনে সামিল হয়েছি। অবশ্যই এটা বিশেষ একটা দিন।’

শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, কীভাবে

ঝাড়খন্ড ইত্যাদি রাজ্য থেকে বক্সাইট, ডলোমাইট ইত্যাদি কিভাবে লুঠ হয়ে যাচ্ছে, যা তুলে দেওয়া হচ্ছে কর্পোরেটদের হাতে।

বিজেপি একজন সম্মানীয় মহিলাকে (Draupadi Murmu)ভোটে দাঁড় করিয়েছে, ঠিকই আছে।

কিন্তু এর পেছনে কোন আদিবাসী বা জনজাতিদের প্রতি বিজেপির যে ভালোবাসা আছে, তার কোন প্রতিফলন এখানে পড়ছে না।’