প্রবীণ প্লেব্যাক গায়ক ভূপিন্দর সিং (Bhupinder Singh) প্রয়াত। তিনি তার ভারী বেস কণ্ঠে বলিউডের গান গাওয়ার জন্য জনপ্রিয় ছিলেন। সোমবার সন্ধ্যায় মারা গেছেনতিনি যা তার স্ত্রী , গায়িকা মিতালি সিং জানিয়েছেন।
তার (Bhupinder Singh) শোকার্ত স্ত্রী মিতালি আইএএনএস-কে বলেন, “তিনি কিছু দিন ধরে প্রস্রাবের সমস্যা সহ বেশ কিছু স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।”
তাঁকে “মৌসম”, “সত্তে পে সাত্তা”, “আহিস্তা আহিস্তা”, “দুরিয়ান”, “হকীকত” এবং আরও অনেক কিছুতে তার স্মরণীয় গানের জন্য স্মরণ করা হয়।
তার (Bhupinder Singh) কয়েকটি বিখ্যাত গান হল “হোকে মজবুর মুঝে, উসনে বুলায়া হোগা”, (মোহাম্মদ রফি, তালাত মেহমুদ এবং মান্না দে সহ), “দিল ধুন্ধতা হ্যায়” প্রভৃতি।
৮২ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই প্রবীণ গায়ক। গানের জগতের মানুষরা শোকবার্তা জানাচ্ছেন।
আরও পড়ুন :Multani soil:ত্বকের যত্নে মুলতানি মাটি একাই একশো, জেনে নিন এর উপকারিতা করুন