সংসদে বাদল অধিবেশন (Session) শুরু সোমবার। ওইদিনই আবার রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে প্রথামাফিক সর্বদলীয় বৈঠক ডেকেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

প্রথমে তৃণমূল স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিল, একুশে জুলাইয়ের প্রস্তুতির জন্য রবিবারের বৈঠকে উপস্থিত থাকতে পারবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শেষপর্যন্ত কালকের বৈঠকে থাকছে তৃণমূল।

শনিবার রাতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রবিবার স্পিকারের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন।

এও বলা হয়েছে, প্রথমে না বলার পরে দিদির নির্দেশেই এই সিদ্ধান্ত বদল করেছে তৃণমূল।

শুরু হতে চলা বাদল অধিবেশনে (session) ক্যান্টনমেন্ট বিল, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি (সংশোধনী) বিল এবং দেউলিয়া ও দেউলিয়া কোড (সংশোধন)

বিল-সহ ২৪ টি বিল পেশ করার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া মূল্যবৃদ্ধি, ঘৃণা ভাষণ, শব্দ বিধি নিয়েও উত্তাল হতে পারে সংসদ।

ইতিমধ্যেই সাংসদদের নিয়ে পৃথক বৈঠক ডেকেছেন মমতা। একুশে জুলাই ধর্মতলার সমাবেশের পর বিকেল চারটের সময় কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন দিদি।

কী কী ইস্যুতে সরব হতে হবে সে ব্যাপারে নির্দেশ দিয়ে দেবেন। তার আগে রবিবাসরীয় সর্বদলীয় বৈঠকেও যোগ দিচ্ছে তৃণমূল।