চিকিৎসা ক্ষেত্রেও এবার আত্মনির্ভর ভারত। বিদেশের থেকে তুলনামূলক সস্তায় রোবট(Robot) দিয়ে জটিল অস্ত্রোপচার করা হবে ভারতে। এই রোবটটি ভারতের নিজস্ব। জানা যাচ্ছে রোবটটির নাম এসএসআই মন্ত্র। বিদেশে এই ধরনের অস্ত্রপ্রচারকারী রোবট এর দাম প্রায় ১০ কোটি টাকা। কিন্তু ভারতে এই রোবট এর দাম মাত্র ৫ কোটি টাকা অর্থাৎ এর অর্ধেক।
এই রোবটের(Robot) সাহায্যে নিখুঁতভাবে জটিল অস্ত্রোপচার করা যায়। রোবটটির পরিষেবা এবার থেকে রাজ্যের রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে। জানা যাচ্ছে এই রোবট অর্থাৎ এসএসআই মন্ত্র ল্যাপারোস্কোপিক সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্ট নিখুঁতভাবে করতে পারে। এছাড়া আরো জানা যাচ্ছে গত শনিবার এই রোবটটির মাধ্যমে এক চিকিৎসক ক্যান্সারে আক্রান্ত ৭৫ বছরের বৃদ্ধের প্রোস্টেট গ্রন্থি সার্জারি করেন।
যেই চিকিৎসক এই অস্ত্রপ্রচারটি করেছেন তিনি জানান অস্ত্রপ্রচারটি দ্রুত এবং নিখুঁত ভাবে সফল হয়েছে। সার্জারির জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। জানা যাচ্ছে রোবটিক অপারেশন হলে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কম এবং হাসপাতাল থেকে মাত্র ২৪ ঘন্টায় ছুটি হয়ে যায় রোগীর।
কিভাবে অস্ত্রপ্রচারে সাহায্য করে এই রোবট? রোবটের(Robot) দুই হাতে ক্যামেরা লাগানো থাকে। সেই দুটি হাত পরিচালনা করেন চিকিৎসক। অন্যদিকে রোগীর যে অংশে অস্ত্রপ্রচার হচ্ছে সেই অংশটি মনিটরে দেখা যায়। এই পুরো বিষয়টি ৮০% জুম করে দেখা যায় ফলে অস্ত্রপ্রচার নিখুঁত ও সফল হয়। জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজীব গান্ধী ক্যান্সার ইন্সটিটিউটে এই রোবট এসে গিয়েছে।