উপরাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Dhankar) নাম ঘোষণা করেছে বিজেপি।

এই ঘোষণার পর পরই উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড়ের মনোনয়নকে স্বাগত জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড় রাজ্যসভার চেয়ারম্যানের ভূমিকাও যথাযথ ভাবে পালন করতে পারবেন বলেও ট্যুইটে দাবি করেছেন নরেন্দ্র মোদি।

ট্যুইটারে নরেন্দ্র মোদি লেখেন, ‘জগদীপ ধনখড়ের (Dhankar) আমাদের সংবিধান সম্পর্কে দুর্দান্ত ধারণা রয়েছে। আইনসভার বিভিন্ন বিষয় সম্পর্কেও তিনি অভিজ্ঞ।

আমি নিশ্চিত, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে এবং সদনের কাজকে যথাযথ ভাবে এগিয়ে নিয়ে গিয়ে জাতীয় উন্নতির লক্ষ্যপূরণ তিনি করতে পারবেন।’

এ দিন বিকেলের পর থেকেই উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের নাম নিয়ে চর্চা শুরু হয় রাজধানী দিল্লিতে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্‍ও করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

এর কিছুক্ষণ পরেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়।

এর পর বার বারই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি।

বিজেপি-র হাতে যা সংখ্যা রয়েছে, তাতে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের নির্বাচন এখন সময়ের অপেক্ষা। জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধীরা কাকে প্রার্থী করেন, সেটাই এখন দেখার।