তাহলে কি এবার ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার? বিশেষজ্ঞদের মনে এই প্রশ্নটাই আসছে কারণ আগামী লোকসভা অধিবেশনের মিডিয়ার রেজিস্ট্রেশন সংক্রান্ত নয়া বিল(Media Registration Bill) পাশ করাতে পারে কেন্দ্র। মনে করা হচ্ছে এই বিলটি অনুমোদন পেলে ডিজিটাল সাইট গুলিকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এর ফলে পরবর্তীকালে নিয়মের কোনরকম ভায়োলেশন হলে সংশ্লিষ্ট সাইটটির রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু রেজিস্ট্রেশন বাতিল নয়, হতে পারে জরিমানাও। আসন্ন বাদল অধিবেশনে সংসদে রেজিস্ট্রেশন অফ প্রেস এন্ড পিরিওডিক্যালস বিল ২০১৯(Media Registration Bill) পেশ করা হবে। জানা যাচ্ছে ভারতে এই প্রথমবার ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এর আগে ডিজিটাল মিডিয়া সম্পূর্ণ স্বাধীন ছিল এবং সেই বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর এই নয়া বিলটি(Media Registration Bill) ডিজিটাল মিডিয়াকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিয়ন্ত্রণে আনবে। ডিজিটাল মিডিয়ার প্রসার ঘটায় ফলে অসংখ্য ছোট-বড় নিউজ পোর্টাল আত্মপ্রকাশ করেছে। ফলে এই পোর্টালগুলোর মাধ্যমে কোথাও কোনো ভুল খবর পরিবেশিত হচ্ছে কিনা বা কোন নিয়ম বিরুদ্ধ কিছু প্রকাশিত হচ্ছে কিনা তার উপর নজর রাখার দাবি দীর্ঘদিন ধরে উঠছিল। এবার এই বিষয়ে নজরদারি বাড়ানোর জন্যই নির্দেশিকার আওতায় আনা হচ্ছে ডিজিটাল মিডিয়াকে।
ইতিমধ্যেই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রেস এন্ড পিরিওডিক্যালস বিলের রেজিস্ট্রেশন সংক্রান্ত সংশোধন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই বিল অনুমোদিত হয়ে গেলে সমস্ত ডিজিটাল সংবাদ মাধ্যমগুলিকে ৯০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে। এর ফলে ডিজিটাল মিডিয়াগুলির প্রকাশকদের রেজিস্ট্রেশন করানোর জন্য আবেদন জানাতে হবে। এছাড়াও ডিজিটাল প্রকাশকদের প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে রেজিস্টার করতে হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত এতদিন পর্যন্ত ডিজিটাল মিডিয়ার জন্য কোনরকম রেজিস্ট্রেশন লাগত না। কিন্তু এই বিলটি অনুমোদিত হলেই ডিজিটাল সংবাদমাধ্যমগুলির রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক হয়ে উঠবে।