দু’বছর পর তৃণমূলের (Sahid Dibos) একুশে জুলাইয়ের সমাবেশ হতে চলেছে ধর্মতলায়। প্রস্তুতির ফিনিশিং টাচ দেওয়া চলছে সর্বত্র।
এহেন পরিস্থিতি ধর্মতলায় ওই সমাবেশ বন্ধ করে ভার্চুয়াল সভা করা হোক এই আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে একুশের সমাবেশ ধর্মতলার বদলে ভার্চুয়াল করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন চিকিত্সক সঞ্জীব মুখোপাধ্যায়।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহের গোড়ায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
একুশে জুলাই পাল্টা ময়দানে বিজেপি, গঙ্গার উল্টোপাড়ে অভিযান শুভেন্দুদের
২০২০ সালে একুশে জুলাই ছিল ভরা লকডাউন। ফলে দিদি বক্তৃতা করেছিলেন কালীঘাট মিলন সঙ্ঘের মাঠ থেকে।
একুশে বিধানসভা ভোতের পরে কোভিড সংক্রমণ যে হারে বেড়েছিল সে বারও ধর্মতলায় ‘শহিদ দিবস’ (Sahid Dibos) পালন করতে পারেনি শাসকদল।
এবার সেই তুলনায় কোভিডের বিধিনিষেধ নেই। ফলে দু’বছর পর পুরনো জায়গায় ফিরছে একুশের সমাবেশ।
এরমধ্যে আবার কোভিড সংক্রমণও মাথাচাড়া দিয়েছে। এখন দেখার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।