পিভি সিন্ধু (PV Sindhu) এবার সিঙ্গাপুর ওপেনের ফাইনালে। সেমিফাইনালে হারালেন জাপানের সায়েনা কাওয়াকামিকে। শনিবার মাত্র ৩২ মিনিটে সেমিফাইনালে জিতলেন তিনি। ওই ম্যাচের ফল ২১-১৫, ২১-৭।
সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ প্রতিযোগিতা জেতার থেকে কেবল মাত্র একটি ম্যাচ দূরে সিন্ধু (PV Sindhu)। শনিবার বিশ্বের ৩৮ নম্বর কাওয়াকামিকে হারাতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখান সিন্ধু। কাওয়াকামি একের পর এক ভুল করতে থাকেন। ফলে ম্যাচ সহজেই জিতে নেন সিন্ধু।
আরও পড়ুন: Maria Sharapova: পুত্রসন্তানের জন্ম দিলেন টেনিস তারকা শারাপোভা
সিন্ধুর (PV Sindhu) স্ম্যাশের কোনও উত্তরই ছিল না কাওয়াকামির কাছে। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী চেষ্টা করছিলেন প্রতিপক্ষকে লম্বা র্যালিতে নিয়ে যেতে। আর সেই ফাঁদে পা দিলেন কাওয়াকামি। এবং ভুলও করলেন। দ্বিতীয় গেমে সহজেই ১১-৪ ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। সেখান থেকে ম্যাচ জিতে নেন ২১-৭ গেমে। সহজেই ফাইনালে উঠলেন সিন্ধু।