গরম তেল (hot oil)মাথায় মাখা প্রয়োজন। এটি চুলের স্বাস্থ্যের জন্যও ভালো। গরম তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নিয়মিত গরম তেল মাখলে মাথার খুশকি এবং চুলকানি কমে।মাথার ত্বকে মাসাজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং এটা স্ক্যাল্প ও চুলের জন্য উপকারী। এটি চুলের বৃদ্ধি ঘটায়।

 

 

রাতে ঘুমানোর আগে একটি বাটিতে গরম জল করে তার ওপর আরেকটা বাটিতে বসিয়ে ক্যাস্টর অয়েল ভিটামিন ই ক্যাপসুল আর নারকেল তেল মিশিয়ে হালকা গরম করুন, এবার এই গরম তেল (hot oil)দিয়ে আস্তে আস্তে মাথার স্ক্যাল্পে ভালোভাবে হালকা হাতে ম্যাসাজ করুন ।

 

 

যাদের চুলের উজ্জ্বলতা হারিয়ে গেছে এবং দেখলে নিষ্প্রাণ মনে হয় তারা যদি অলিভ অয়েল হালকা গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করে তাহলে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। সপ্তাহে ২ দিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

Image source-google