কিছুদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবু ৫০ ওভারের ম্যাচ থাকলে এখন থেকেই প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে চাইছেন না রোহিত শর্মা। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখা হচ্ছে এই সিরিজগুলিকে। তাই বিরাট কোহলীকে (Virat Kohli) নিয়ে অনিশ্চয়তা থাকলেও দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে ফুটছে ভারতীয় দল।
কোহলী (Virat Kohli) কুঁচকির চোটের জন্য প্রথম এক দিনের ম্যাচে খেলেননি। দ্বিতীয় এক দিনের ম্যাচেও অনিশ্চিত তিনি।
আরও পড়ুন: Jasprit Bumrah: এক দিনের ক্রিকেটে বোলারদের তালিকায় শীর্ষে বুমরা
সুত্রের খবর, প্রথম এক দিনের ম্যাচের পর কোহলী (Virat Kohli) প্রসঙ্গে যশপ্রীত বুমরা বলেন, “আমি তৃতীয় টি-টোয়েন্টিতে খেলিনি। ও প্রথম এক দিনের ম্যাচে খেলেনি। তাই ওর চোটের ব্যাপারে ঠিক জানি না।” কোহলীর অনুপস্থিতি দলে প্রভাব ফেলতে পারে, এমনটা কেউই মনে করছেন না। একাধিক বিকল্প ক্রিকেটার তৈরি আছে ভারতীয় দলে। কোহলী না খেললে তাঁর জায়গা নেওয়ার জন্যে তৈরি শ্রেয়স আয়ার। বাকিরাও ভালো ছন্দে রয়েছেন। কুঁচকির চোটের ক্ষেত্রে বিশ্রাম নেওয়াটাই শ্রেয়। জোর করে খেলতে গেলে ব্যথা বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।