‘তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ইচ্ছা বিবেচনা করছেন’।এমনই দাবি করলেন এবার তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।জানা যায় মঙ্গলবার উত্তর কলকাতার দুর্বার মহিলা সমন্বয় সমিতির দুর্গাপুজোর খুঁটিপুজোয় গিয়ে এমনই বিস্ফোরকমূলক অভিযোগ করেন তিনি।

এদিন তিনি বলেন, ‘পা বাড়িয়ে দিয়েছেন। অলরেডি আপনি যোগাযোগ করেছেন। আমাদের পার্টি কী সিদ্ধান্ত নেবে তা আমি জানি না। তবে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া ছাড়া আপনাদের সামনে আর কোনও পথ খোলা নেই।’

এর পাশাপাশি শুভেন্দু অধিকারী যে কেবল পূর্ব মেদিনীপুরের নেতা, গোটা বাংলার নন, সেই কথাটিও ঠারেঠোরে বুঝিয়ে দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি, মমতাকে খোঁচা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী নিজেকে ‘মেদিনীপুরের শুভেন্দু’ বলে পরিচয় দিয়েছিলেন। সেই উক্তিকে হাতিয়ার করে এদিন মদন বাবু বলেন,’আসলে উনি ঠিকই বলেছেন। শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করে নিয়েছেন তিনি আর বাংলার বিরোধী দলনেতা নন। তিনি মেদিনীপুরের নেতা। আমি শুভেন্দুকে অভিনন্দন জানাই। দেরিতে হলেও ওর শুভবুদ্ধির উদয় হয়েছে।’

পাল্টা এদিন শুভেন্দু বলেন, ‘আমি মেদিনীপুরের ছেলে। বীরভূমির ছেলে। যেখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। আমাকে ধমকে চমকে কাজ হবে না।’ সব মিলিয়ে জল্পনা তুঙ্গে।

 

আরো পড়ুন:Suvendu Adhikari:বাংলাকে মদ মুক্ত করার অভিযানে নামছেন শুভেন্দু অধিকারী!