মহুয়া মৈত্রের মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।তবে তিনি একা নন,সঙ্গে নিয়ে গেলেন আরো অনেক কালীসাধকদের।

 

বিকেল পৌনে পাঁচটা নাগাদ রাজভবনে পৌঁছন সাধকদের প্রতিনিধিদল। তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কালী প্রতিমার ছবি হাতে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। রাজভবনের প্রবেশপথে সাধকদের সঙ্গে কথা বলেন তিনি। সাধকরা মেছেদা শঙ্খনাদ মন্দিরের সঙ্গে যুক্ত বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল।

 

সাধুদের সঙ্গে কথা বলার পর বক্তব্য রাখতে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনখড়কে। যেখানে তিনি জানান, ‘মা কালী শুধু বাংলারই আরধ্য দেবতা নন, তিনি সারা দেশের কাছে পূজিতা একজন দেবী। ভারতের মানুষের সঙ্গে দেবী কালীর আত্মার সম্পর্ক। তাঁর অবমাননার অভিযোগ নিয়ে আপনারা আমার কাছে এসেছেন। আপনারা যে কত বেদনা থেকে আমার কাছে এসেছেন, তা আমি বুঝতে পারছি।আমি জানি, আপনারা অনেক সহ্য করেছেন। এই সহ্যশক্তি দেন মা কালী। আমি আপনাদের সব দাবি সমর্থন করছি’। এরপরই রাজ্যকে কটাক্ষ করে রাজ্যপালের বক্তব্য,’এখানে তোষণের রাজনীতি চলছে। এই তোষণের রাজনীতি আমাদের ভয়ঙ্কর দিকে নিয়ে চলে যাবে। এই তোষণ নীতির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন আপনারাই। তার ফলস্বরূপ এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের সকলকে এই তোষণের রাজনীতির বিরুদ্ধে সরব হতে হবে।’

 

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর এমন ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন,’ধর্ম নিয়ে নাটক করছে বিজেপি। রাজভবন রাজনীতির আখড়া হয়েছে। সত্যি-মিথ্যা না জেনে শুধুমাত্র তৃণমূল ও রাজ্য সরকারের বিরোধিতার জন্য রাজভবনকে ব্যবহার করা হচ্ছে।’

 

আরো পড়ুন:Madan Mitra:তৃণমূলে ঘরে যোগদানে পা বাড়িয়েছেন শুভেন্দু, জল্পনা বাড়াচ্ছেন মদন!