ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসাবে সাফল্য পাননি তিনি। অথচ তাঁর ছোঁয়ায় বদলে গিয়েছে ইংল্যান্ডের টেস্ট দলের চেহারা। পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিচ্ছেন বেন স্টোকসরা। দলের খেলায় খুশি হলেও ম্যাকালাম জানিয়েছেন, কাজ এখনও অনেক বাকি।

ম্যাকালামের (Brendon McCullum) কোচিংয়ে চারটি টেস্ট খেলে চারটিতেই জিতেছেন স্টোকসরা। ছন্দে ফিরেছেন ব্যাটার, বোলাররা। টানা ব্যর্থতায় সমালোচিত জো রুট নেতৃত্বে ইস্তফা দেওয়ার পর ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন। ম্যাকালামের বক্তব্য, শুরুটা ভালো হলেও বহু পথ যাওয়া বাকি রয়েছে। সুত্রের খবর, তিনি বলেছেন, ‘‘ইংল্যান্ডের টেস্ট দল এখনও সম্পূর্ণ তৈরি নয়।’’

আরও পড়ুন: Arun Lal: বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল

এর পাশাপাশি এক সাক্ষাৎকারে ম্যাকালাম (Brendon McCullum) বলেছেন, ‘‘প্রথমেই বলতে চাই, আমরা এখনও সম্পূর্ণ প্রস্তুত নই। সবে এক মাস হয়েছে। তার মধ্যেই আমাদের ফল বেশ ভালো। ক্রিকেট বিশ্বকে কিছুটা আকর্ষণ করতে পেরেছি বলেই মনে হয়। কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছনোর বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা যে ভাবে খেলছি, যে ভাবে চেষ্টা করছি সেটা খাঁটি। যে কোনও পরিবেশ এবং পরিস্থিতিতে সফল হওয়াই আসল চ্যালেঞ্জ।’’