বিরাট কোহলীর (Virat Kohli) ব্যাটে রানের খরা কাটছে না কিছুতেই। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শতরান। এর পর বহু ম্যাচ হয়েছে। বিরাট খেলেছেন, বিশ্রাম নিয়েছেন, সমুদ্রের ধারে একা সময় কাটিয়েছেন, ফের মাঠে ফিরেছেন, কিন্তু রান আসেনি।
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরাট (Virat Kohli) একটি ইনিংসে করেন ১১ রান, অন্যটিতে ২০ রান। সেই এজবাস্টনেই ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নামলেন এবং ব্যর্থ হলেন। মাত্র এক রান করে আউট হন তিনি। অভিষেক ম্যাচ খেলতে নামা রিচার্ড গ্লিসনের বলের লাইনে না পৌঁছেই খেলতে গেলেন লং অনের উপর দিয়ে। কিন্তু ব্যাটে বল ঠিক মতো লাগেনি।
আরও পড়ুন: Rohit Sharma: রোহিতের মুখে এবার নতুন ভারতের কথা
সুত্রের খবর, এ বিষয়ে বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত যদি মনে করে উইকেট পড়লেও আক্রমণাত্মক খেলবে, তা হলে বিরাট ঠিকই খেলেছে। কিন্তু দীর্ঘ দিন ধরেই ও রানের বাইরে। ক্রিকেটে দলই আগে। সেখানে পরের ম্যাচে রানে না থাকা বিরাটের (Virat Kohli) জায়গায় অন্য কাউকে খেলানো হতেই পারে।”