ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে চারটি বদল করেছিল। তৃতীয় ম্যাচেও করা হয়েছে চারটি বদল। কিন্তু কেন বার বার দলে এত বদল করা হচ্ছে তার জবাব দিলেন খোদ রোহিত শর্মা (Rohit Sharma)। জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সবাইকে তাঁরা দেখে নিতে চাইছেন।
সুত্রের খবর, বার বার দলে বদল হওয়া নিয়ে রোহিতকে (Rohit Sharma) প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা জয়ী দলে বেশি বদল করতে চাই না। কিন্তু বিশ্বকাপের আগে কয়েকটা দিক একটু ঝালিয়ে নিতে চাইছি। বিশ্বকাপে সেরা একাদশ নিয়ে নামতে চাইছি। তাই এতগুলো বদল করা হচ্ছে।’’
আরও পড়ুন: Virat Kohli: ব্যাটে রান নেই প্রায় তিন বছর, বার বার ব্যর্থ বিরাট
তৃতীয় ম্যাচে উমরান মালিক দলে ফিরেছেন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত (Rohit Sharma)। তিনি বলেন, ‘‘উমরানের বোলিং দেখার জন্য মুখিয়ে আছি। ও দারুণ প্রতিভা। ওকে আরও আত্মবিশ্বাস দিতে চাই।’’