এবারের ইংল্যান্ডের (India vs England 2022) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ভারতের। ইংল্যান্ডের মাটিতে তাদেরই হারিয়ে তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গেল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল তারা।

ইংল্যান্ড টস জিতেছিল। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। নতুন ওপেনিং জুটিতে দ্রুত রান তুলতে থাকে ভারত। পঞ্চম ওভারে রোহিতকে হারায় ভারত। ৩১ রান করে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। সপ্তম ওভারে পর পর দুই বলে ফিরে যান বিরাট কোহলী (১) এবং ঋষভ পন্থ (২৬)। তিন জনকেই ফেরান অভিষেক ম্যাচ খেলতে নামা রিচার্ড গ্লিসন। (India vs England 2022)

আরও পড়ুন: HS prannoy: শেষমেষ সেমিফাইনালে হার প্রণয়ের

সূর্যকুমার যাদব (১৫) এবং হার্দিক পাণ্ড্য (১২) কম রানে ফিরে গেলেও কখনও রানের গতি কমেনি ভারতের। ভারতকে লড়াই করার মতো রানে পৌঁছে দেন রবীন্দ্র জাডেজা। ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। দীনেশ কার্তিক ১৭ বলে ১২ রান করেন। হর্ষল পটেল ৬ বলে ১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। (India vs England 2022)