মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা অমরনাথের (Amarnath)। শুক্রবার জম্মু ও কাশ্মীরের অমরনাথের গুহার কাছে মেঘ ভাঙ্গা বৃষ্টিপাত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করা হয়েছে।
অমরনাথের (Amarnath) কয়েকটি জায়গায় কয়েক মিনিটের ভারী বৃষ্টিপাতে ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা এবং কালিমাতার মাঝামাঝি এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এই ভয়াবহ মেঘ ভাঙ্গা বৃষ্টি পাতে ভেসে গিয়েছে ২৫ টি পুণ্যার্থী শিবির। ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন।
উদ্ধারকারী দল সূত্রে জানা যাচ্ছে ক্ষনিকের এই মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে অমরনাথের (Amarnath) গুহার উপর থেকে জল নামতে শুরু করে। ফলে একের পর এক ক্যাম্পে হুড়মুড়িয়ে জল ঢুকতে থাকে। জানা যাচ্ছে এখনো বহু পুণ্যার্থী নিখোঁজ। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করেছেন। তিনি জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ যোশীর সাথে যোগাযোগ করেন এবং ঘটনা সম্পর্কে খবরা-খবর নেন।