কোভিড আক্রান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলতে পারেননি তিনি। তবে আপাতত সুস্থ তিনি। তাহলে কি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই মাঠে নামতে দেখা যাবে তাঁকে? সিদ্ধান্ত দলের কোচ রাহুল দ্রাবিড় ও রোহিতের উপর ছেড়েছে বিসিসিআই।
লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন রোহিত (Rohit Sharma)। টেস্ট শুরুর আগের দিন তাঁর কোভিড রিপোর্ট আবার পজিটিভ এসেছিল। ফলে পঞ্চম টেস্টে খেলতে পারেননি তিনি। তাঁর জায়গায় অধিনায়কত্ব করেন যশপ্রীত বুমরা। তবে টেস্ট চলাকালীন সুস্থ হয়ে উঠেছেন রোহিত। টেস্টের তৃতীয় দিন থেকে তিনি দলের সঙ্গে রয়েছেন।
আরও পড়ুন: Football: দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফুটবলার
বিসিসিআই তরফে বলা হয়েছে, রোহিত (Rohit Sharma) কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে সে দিকে নজর দিতে হবে। তিনি খেলার জন্য পুরো ফিট কি না সেটা বিচার করে তবেই তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে। আশা করা হচ্ছে প্রথম টি-টোয়েন্টি থেকেই খেলতে পারবেন তিনি।