এজবানস্টান টেস্ট সিরিজের সেরা হয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পুরস্কার নিতে গিয়ে গলায় পদক ঝুলিয়েছেন তিনি। কিন্তু পাশে থাকা শ্যাম্পেন ছুঁয়েও দেখেননি বুমরা। আর সে ভাবেই ধারাভাষ্যকারের প্রশ্নের জবাব দিয়েছেন। তার পর ফিরে গিয়েছেন সাজঘরে। এজবাস্টনে ইংল্যান্ডের কাছে হারের পরে ভারত অধিনায়কের এই ঘটনা নেটমাধ্যমে ভাইরাল।
ইংল্যান্ডের সেরা ক্রিকেটার হয়েছেন জো রুট। সিরিজে পাঁচ টেস্টে ৭৩৭ রান করেছেন তিনি। রুট যথারীতি গলায় পদক ঝুলিয়ে শ্যাম্পেন হাতে নিয়ে ধারাভাষ্যকারের সঙ্গে কথা বলেছেন। সেই শ্যাম্পেন নিয়ে কী ভাবে তিনি সতীর্থদের সঙ্গে উল্লাস করবেন, সে কথাও জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু বুমরা (Jasprit Bumrah) করেননি সে কাজ।
আরও পড়ুন: Rohit Sharma: কবে মাঠে দেখা যাবে রোহিতকে
এই প্রথম বার ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বুমরা (Jasprit Bumrah)। টেস্টের প্রথম তিন দিনের খেলা দেখে মনে হচ্ছিল ভারত ১৫ বছর পরে ফের ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতবে। কিন্তু শেষ দু’দিন দাপট দেখিয়ে জিতে যায় ইংল্যান্ড। স্বাভাবিক ভাবেই হতাশ বুমরা। ম্যাচ শেষে বুমরা জানান, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হয়েছে।