গুরজিৎ কৌররা (Gurjit Kaur) প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ছ’টি পেনাল্টি কর্নার পেয়েও তা থেকে গোল করতে পারেননি। আজ, মঙ্গলবার মেয়েদের বিশ্বকাপে চিনের বিরুদ্ধে খেলতে নামার আগে সেটাই বড় মাথাব্যথার কারণে পরিণত হয়েছে কোচ ইয়ানেকে স্কপম্যানের।
সুত্রের খবর, তিনি বলেছেন, “পেনাল্টি কর্নার থেকে গোল না করতে পারা ব্যর্থতা বলেই গণ্য হয়ে থাকে। এই ভুল যত দ্রুত সম্ভব শুধরোতে হবে। তা হলেই জয় নিশ্চিত হতে পারে।” (Women’s Hockey World Cup)
আরও পড়ুন: Alfiya Pathan: বক্সিংয়ে সোনা জিতল ভারতের আলফিয়া
রবিবার প্রথম ম্যাচে চিনও ২-২ ড্র করেছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু তা নিয়ে ভাবতে নারাজ ভারতীয় দলের কোচ। ফলে তিনি বলেন, “আমরা শিবিরে পেনাল্টি কর্নারে নিখুঁত হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি। ম্যাচে তার প্রতিফলন না হলে লক্ষ্য থেকে ছিটকে যেতে হয়। কমনওয়েলথ গেমসের আগে এই বিশ্বকাপ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সেটা বুঝতে হবে খেলোয়াড়দের।” (Women’s Hockey World Cup)